অদ্য ০৮/১১/২০২২ গোদাগাড়ী উপজেলায় ডিজিটাল উদ্ভাবনী মেলা/২০২২ উদযাপন করা হয়। সন্মানীত উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী মেলার শুভ উদ্বোধন করেন। মেলা উপলক্ষ্যে একটি বর্নাঢ্য র্যালী শহর প্রদক্ষিন করে।উপজেলার সকল সরকারী, বেসরকারী, শিক্ষা-প্রতিষ্ঠান, স্বায়ত্বশাষিত প্রতিষ্ঠানের স্বতঃস্ফুর্ত অংশগ্রহনের মাধ্যমে দিনব্যাপী মেলায় সকল দপ্তর তাদের স্ব স্ব ডিজিটাল সেবাসমূহ দর্শকগণের সামনে তুলে ধরেন। মেলা শেষে সন্ধ্যে ৬.০০টায় উপজেলা মিলনায়তনে অংশগ্রহনকারী দপ্তরসমূহকে পুরস্কার প্রদান করা হয় ও সমাপনী অনুস্ঠানে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সমাপনি বক্তব্য প্রদান করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস