Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

|| স্বাগতম ||  উপজেলা সমবায় কার্যালয়, গোদাগাড়ী এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম।


একনজরে

             সমবায় বিশ্বব্যাপী স্বীকৃত একটি আদর্শ সামাজিক উদ্যোগ, গনমানুষের নিজস্ব চেতনার আন্দোলন। উন্নয়নশীল দেশের আর্থসামাজিক উন্নয়নে অন্যতম চালিকাশক্তি সমবায়। প্রকৃতির প্রতিকুল আচরণ থেকে নিজেদের রক্ষা করতে আদিকাল থেকে মানুষ সমবায়ের প্রয়োজনীয়তা উপলব্ধি করে আসছে। সময় এবং চাহিদার সংগে বদলেছে সমবায়ের ধরণ। জীবন রক্ষা থেকে সামাজিক নিরাপত্তা হয়ে অর্থনৈতিক উন্নয়ন –এমন সব মৌলিক কাজের সংগে ওতপ্রোতভাবে মিশে আছে সমবায় আন্দোলন।

 

             সমবায় আন্দোলনকে আরও বেগবান ও সময় উপযোগি করতে বাংলাদেশে সমবায় বিভাগ অগ্রনী ভূমিকা পালন করে আসছে। সমবায় বিভাগের মাঠ পর্যায়ের সর্ব নিম্ন ধাপ উপজেলা সমবায় কার্যালয়। উপজেলা সমবায় কার্যালয়ের মাধ্যমে প্রাথমিক সমবায় সমিতির নিবন্ধন প্রদান, সমবায় সমিতির সদস্যদের  আয় বর্ধন মূলক প্রশিক্ষণ প্রদান, সমবায় সম্পর্কে কর্মশালার আয়োজন সহ বিভিন্ন প্রকল্প গ্রহনের পরামর্শ প্রদান করা হয়ে থাকে।

 

              গোদাগাড়ী উপজেলায় বর্তমানে জুন,২০২৩ পর্যন্ত নিবন্ধীত ৩৬৫টি সমিতিকে নিয়ে অত্র সমবায় বিভাগ ভ্রাম্যমান প্রশিক্ষণ, মানব সম্পদ উন্নয়নে তাদের বিভিন্ন ট্রেডে হাতে কলমে কাজ করা, মাননীয় প্রধান মন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প আশ্রয়ন প্রকল্পের ঋণ কার্যক্রম দেখভাল করা, সদস্যদের নিকট থেকে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় একত্রিত করে একটি বড় মূলধন গঠনের মাধ্যমে নিজেদর ভাগ্য উন্নয়নের প্রচেষ্টাই সমিতির মূল ভাবনাই রুপান্তরিত করার কাজ সমবায় বিভাগ করে যাচ্ছে। সেই সংগে উৎপাদণমূখী সমবায় সমিতি গঠন করে টেকসই উন্নয়নে অংশ গ্রহনের কার্যক্রম গোদাগাড়ী উপজেলার সমবায় বিভাগ কাজ করে যাচ্ছে।

 

             এক নজরে গোদাগাড়ী উপজলার সমবায় বিভাগের কার্যক্রমঃ- মৎস্যজীবি সমিতির সংখ্যা ৪১ টি, মৎস্যচাষী সমিতির সংখ্যা ১৭৭ টি, মহিলা সমিতির সংখ্যা ১০ টি, চালক সমিতি সংখ্যা ০৩ টি, শ্রমিক সমিতির সংখ্যা ০২ টি, মুক্তিযোদ্ধা সমিতির সংখ্যা ০১ টি, যুব সমবায় সমিতির সংখ্যা ০৪ টি, গ্রাম উন্নয়ন সমিতির সংখ্যা ১৬ টি, ভোগ্যপন্য সমিতির সংখ্যা ০৩ টি, সঞ্চয় ও ঋণদান সমিতির সংখ্যা ১৪ টি, ক্রেডিট ইউনিয়ন সমিতির সংখ্যা ০১ টি, বহুমুখী সমিতির সংখ্যা ০৯ টি, পানি ব্যবস্থাপনা সমিতির সংখ্যা ০৪ টি, আশ্রয়ণ সমিমির সংখ্যা ০৪ টি, ইউনিয়ন বহুমুখী সমিতির সংখ্যা ০৪, কৃষি সমবায় সমিতির সংখ্যা ০৫ টি,  অন্যান্য সমিতির সংখ্যা ১১ টি, মোট ৩৬৭ টি সমবায় সমিতি রহিয়াছে।  অত্র দপ্তরের আওতায় ০২ প্রকল্প বাস্তবায়নাধিন রহিয়াছে। প্রথম উন্নত জাতের গাভী পালনের মাধ্যমে সুবিধাবঞ্চত মহিলাদের উন্নয়ন প্রকল্প অপরটি হলো একটি বাড়ি একটি খামর (৩য় সংশোধীত) প্রকল্পের আওতায় বাস্তবায়িত “ সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর জীবনযাত্রার উন্নয়ন কন্পোনেন্ট “ প্রকল্প বাস্তবায়ন করে আসছে।

 

ভ্রাম্যামান প্রশিক্ষণ কার্যক্রমঃ জেলা হতে আগত প্রশিক্ষণ টিম উপজেলা সমন্বয়ে প্রতি বছরে ০৪ টি করে ০৫ টি সমিতির ০৫ জন করে সমিতির ২৫ জন সদস্য করে বছরে ১০০ একশত সমিতির সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হয়। তার পাশা পাশি আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট, নওগাঁয়  বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা হয়।  এবং বাংলাদেশ সমবায় একাডেমী, নওগায় বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা হয়।