Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

|| স্বাগতম ||  উপজেলা সমবায় কার্যালয়, গোদাগাড়ী এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম।


শিরোনাম
গোদাগাড়ী উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ৫২তম জাতীয় সমবায় দিবস ২০২৩ উদযাপিত
বিস্তারিত

আজ ৪,নভেম্বর, ২০২৩ তারিখ, গোদাগাড়ী উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমবায় দিবস ২০২৩ উৎযাপিত হয়েছে। দিবসটির মূল প্রতিপাদ্য ছিল,   “সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ ” দিবসটি উপলক্ষ্যে সকাল ১০.৩০ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসার, জনাব আতিকুল ইসলাম এর নেতৃত্বে উপজেলা চত্বর হতে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে সমবায়ীরা একত্রিত হয় এবং উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সমবায় অফিসার, জাতীয় সংগীত বাজানোর মাধ্যমে যথাক্রমে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করেন। অতঃপর সকাল ১১.০০ঘটিকায় আমন্ত্রিত অতিথিবৃন্দ ও সমবায়য়ীরা উপজেলা মিলনায়তনে আসন গ্রহণ করলে জাতীয় সমবায় দিবসের প্রতিপাদ্য বিষয় নিয়ে এক আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আতিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, গোদাগাড়ী, রাজশাহী।  অন্যান্য অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জনাব সুফিয়া খাতুন লিলি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, গোদাগাড়ী, রাজশাহী, জনাব জাহিদ হাসান, সহকারী কমিশনার (ভূমি), গোদাগাড়ী, জনাব সম্ভনাথ চাঁদ, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত), গোদাগাড়ী মডেল থানা, জনাব শারমিন সুলতানা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, গোদাগাড়ী, জনাব এ,এস,এম শাহিন, সভাপতি, গোদাগাড়ী ইউসিসিএলিঃ এবং জনাব মোঃ জিগার হাসরত, উপজেলা সমবায় অফিসার, গোদাগাড়ী, রাজশাহী। সভায় বক্তারা সমবায়ের তাৎপর্য, গুরুত্ব ও কার্যক্রম সম্পর্কে মূলবান আলোচনা করেন। সভাশেষে সর্বাচ্চ অডিট ফি ও সিডিএফ পরিশোধকারী ০৮টি সমিতিকে সন্মান সুচক ক্রেষ্ট প্রদান করা হয়। সভাশেষে  সমবায়ী ও অতিথিবৃন্দকে আপ্যয়ন এর মাধ্যমে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
04/11/2023
আর্কাইভ তারিখ
30/11/2023