শিরোনাম
গোদাগাড়ী উপজেলায় ৫১ তম জাতীয় সমবায় দিবস/২০২২ উদযাপন
বিস্তারিত
“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’’ প্রতিপাদ্যে রাজশাহীর গোদাগাড়ীতে ৫১তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বরে র্যালি বের হয়। শনিবার উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের যৌথ আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় ৭জন সফল সমবায়ীকে সর্বোচ্চ অডিট ফি ও পিডিএফ প্রদানের জন্য সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. জানে আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী।
গোদাগাড়ী প্রেসক্লাবের সভাপতি এবিএম কামারুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোঃ জিগার হাসরত। সমবায়ীদের পক্ষে বক্তব্য রাখেন ব্রোজেন হেমব্রোম। এর আগে জাতীয় পতাকা ও সমবায়ী পতাকা উত্তোলন করেন অতিথিবৃন্দ।